চরম সংকটময় মুহূর্তে মন্ত্রিসভা বর্ধিত করেছে শ্রীলঙ্কার সরকার। শপথ নিয়েছেন ৩৭ জন প্রতিমন্ত্রী। তার মধ্যে অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ পাবেন দুইজন।
দেশটির প্রেসিডেন্ট অফিসের বরাত দিয়ে রয়টার্স জানায়, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট সচিবালয়ে শপথ নিয়েছেন নতুন প্রতিমন্ত্রীরা।
এই মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্বে আছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রনজিত সিয়াম্বালাপিতিয়া ও শিহান সেমাসিংহে।
বৈদেশিক মুদ্রার সংকটের কারণে দেশটিতে তীব্র খাদ্য ও জ্বালানি সংকট চলছে। এর জেরে গত এপ্রিলে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়।
তীব্র আন্দোলনের মুখে গোতাবায়া রাজপক্ষে দেশ থেকে পালিয়ে গেলে বিক্রমাসিংহে দায়িত্ব গ্রহণ করেন। এরপর জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন গোতাবায়া।
এই অবস্থা থেকে বের হওয়ার জন্য আএইএমএফের কাছে ৩০০ কোটি ডলার ঋণ চেয়েছে শ্রীলঙ্কা। তবে সম্প্রতি ২৯০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে সংস্থাটি।