কানাডার ছুরি হামলায় সন্দেহভাজন হামলাকারীর লাশ উদ্ধার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২, ১১:১৭ এএম

কানাডার সাসকাচোয়ান প্রদেশের ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজনদের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া হামলাকারী দুইজন ভাই বলে শনাক্ত করেছে পুলিশ।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়য়, সন্দেহভাজন হামলাকারী ডেমিয়েন এস-এর মৃতদেহ একটি বাড়ির উঠানে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সময় সোমবার কানাডা পুলিশ এই তথ্য জানায়।

পুলিশ সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোরের জানান, ড্যামিয়েনের লাশের গায়ে দৃশ্যমান আঘাত রয়েছে। মরদেহটি পরীক্ষা করে দেখছে পুলিশ। আরেক হামলাকারী, তার ভাই মাইলেস এস-কে ধরতে তল্লাশি চলছে। পুলিশের ধারণা,মাইলস নিজেও আহত এবং তিনি সাসকাচোয়ানের রাজধানী রেজিনায় লুকিয়ে আছেন।

সোমবার দুই পলাতক আসামির গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুলিশ। এই দুই ব্যক্তি সাসকাচোয়ান প্রদেশের ১৩টি ভিন্ন ভিন্ন জায়গায় ছুরি দিয়ে হামলা চালায়।

রোববার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে। হামলাকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ১০ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু। তিনি ঘটনাটিকে হৃদয়বিদারক বলে সমবেদনা জানিয়েছেন।