কাবুলে রুশ দূতাবাসের বাইরে আত্মঘাতী হামলা, হতাহত ১৩

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ০৩:২৫ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের প্রবেশপথের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্স জানায়, আত্মঘাতী বোমা হামলায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন।

কাবুল পুলিশ এই হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হামলাকারী দূতাবাসের গেটের কাছে এলে প্রহরীরা হামলাকারীকে গুলি করেন। এমন সময় হামলাকারী বিস্ফোরণ ঘটায়। 

স্থানীয় পুলিশ প্রধান মাওলাভি সাবির রয়টার্সকে বলেছেন, “আত্মঘাতী হামলাকারী দূতাবাসের কাছে পৌঁছানোর আগেই তালেবান নিরাপত্তারক্ষীরা তাকে শনাক্ত করতে পেরেছেন। সঙ্গে সঙ্গেই তাকে গুলি করে হত্যা করা হয়। তবে বিস্ফোরণে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

হামলায় রুশ দূতাবাসের কোনো কর্মীর মৃত্যু বা আহত হওয়ার সুনির্দিষ্ট তথ্যও পাওয়া যায়নি বলে জানান সাবির।

গত বছরের ১৫ আগস্ট তালেবানরা দেশটির ক্ষমতা দখল করার পর অনেক দেশ তাদের দূতাবাস বন্ধ করলেও কাবুলে কার্যক্রম অব্যাহত রেখেছে রাশিয়া। যদিও মস্কো আনুষ্ঠানিকভাবে তালেবানের সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে পেট্রলসহ নানা পণ্য সরবরাহের বাণিজ্য চুক্তি নিয়ে কাবুল ও মস্কোর আলোচনা চলছে।