পূর্ব চীন সাগরে ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণ জাপানের দ্বীপগুলো বড় হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের পূর্ব উপকূল বরাবর বন্য ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও ঝুঁকি রয়েছে।
যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, সুপার টাইফুন ‘হিন্নামনোর’ বর্তমানে ঘণ্টায় প্রায় ১৬০ মাইল বেগে বয়ে চলেছে। এর চারপাশে প্রতি ঘণ্টায় ১৯৫ মাইলের বেশি গতিতে দমকা হাওয়া বইছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরে সর্বোচ্চ ৫০ ফুট উঁচু ঢেউ সৃষ্টি হয়েছে।
জাপান আবহাওয়া সংস্থার কর্মকর্তারা জানান, এ বছর রেকর্ডকৃত ঝড়গুলোর গতি-প্রকৃতির ভিত্তিতে ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী ঝড় হতে যাচ্ছে হিন্নামনোর। হংকং অবজারভেটরি জানায়, সকাল ১০টায় ঝড়ের কেন্দ্র ছিল জাপানের ওকিনাওয়া থেকে প্রায় ২৩০ কিলোমিটার পূর্বে। পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অগ্রসর হয়ে এটি রিউকিউ দ্বীপের দিকে ধেয়ে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি আগামীকাল থেকে কিছুটা শক্তি হারাবে।
অন্যদিকে প্রশান্ত মহাসাগরে বছরের এই সময় হ্যারিকেনের মৌসুম চললেও সেখানে ঝড়ের কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। গত ২৫ বছরের মধ্যে এই প্রথম আগস্ট মাসে সাগরের পানি এতটা শান্ত দেখা গেছে।