তাইওয়ান ইস্যুতে চীনের বিরুদ্ধে মুখ খুলল ভারত

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২, ০৬:২৩ পিএম

প্রথমবারের মতো এক চীন নীতির বিপক্ষে কথা বলেছে ভারত। তাইওয়ান প্রণালীতে চীনের কর্মকান্ডকে ‘সামরিকায়ন’ হিসেবে আখ্যা দিয়েছে তারা। শ্রীলঙ্কার ভারতীয় হাই কমিশনের দেওয়া এক বক্তব্যে এই শব্দের ব্যবহার করা হয়।

বক্তব্যের ‘তাইওয়ান প্রণালীতে সামরিকায়ন করছে চীন’ অংশটিতে জোর দিয়ে শিরনাম করেছে দ্য হিন্দু পত্রিকা। প্রতিবেদনে ভারতের অবস্থানের প্রশংসা করে বলা হয়, চীন-তাইওয়ান ইস্যুতে ভারতের এমন বক্তব্য দুর্লভ।

এ মাসের শুরুতেই তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া করে চীন। এ  নিয়ে বক্তব্য দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সেখানে ‘সামরিকায়ন’ শব্দটি উল্লেখ করা হয়নি। বলা হয়েছিল এসব বিষয় নিয়ে ভারত উদ্বিগ্ন।

তবে শ্রীলঙ্কার হাম্বানটোটো বন্দরে চীনের গুপ্তচর জাহাজ নোঙর করার পরপরই এবার ভারত কড়া বক্তব্য দিল। ২০০৮ সাল পর্যন্ত প্রকাশ্যে এক চীন নীতিকে সমর্থন করেছে ভারত। এর পর তারা দাপ্তরিক বিবৃতিতে এক চীন নীতির উল্লেখ করা বন্ধ করে দেয়।