২০২১ সালের বিধানসভা নির্বাচন থেকে শুরু করে ভোটের লড়াই আর বাগযুদ্ধে বিজেপিকে প্রতিবার ধরাশায়ী করে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ঘোষণা দিলেন, ২০২৪ সালের নির্বাচনে আর ক্ষমতায় ফিরবে না নরেন্দ্র মোদির দল।
হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার টিটাগড় ওয়াগনসের রজতজয়ন্তী উজ্জাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এমন মন্তব্য করেন মমতা। তবে কীভাবে তা সম্ভব হবে তা জানাননি তৃনমূল নেত্রী।
রাজ্যসভায় বিরোধী সাংসদদের বহিষ্কার ও কেন্দ্র সরকারের দুর্নীতির দিকে ইঙ্গিত করে মমতা বলেন, “এজেন্সির নামে অন্য দলের ভাবমূর্তি খারাপ করে নিজেরা টাকা লুটে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। এটা দেশের পক্ষে ভালো নয়। আর কথা বলতে গেলেই সব সাসপেন্ড।”
বিজেপি পুনরায় ক্ষমতায় ফিরবে না বলে আশ্বাস দিয়ে মমতা আরও বলেন, “যারা আজকে ভাবছেন তারা সবজানতা, যা ইচ্ছা তাই করে যাবেন একতরফা। আমি এখনো চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। ২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না, আসবে না, আসবে না। কী অংক, কোথা থেকে অংক, এত সিট কোথায় যাবে? বলতে পারব না।”