হেলিকপ্টারের পাখায় কাটা পড়লেন পর্যটক

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২২, ০৫:৪৫ পিএম

গ্রিসে হেলিকপ্টারের ব্লেডের আঘাতে ২১ বছর বয়সী এক ব্রিটিশ পর্যটক নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

ছুটিতে বেড়াতে গিয়ে তিনজন পর্যটকের সঙ্গে একটি বেসরকারি বিমানবন্দরে আরেকটি হেলিকপ্টার থেকে বেরিয়েই এই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন ঐ ব্যক্তি। তবে নিহতের নাম বা পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, স্থানীয় সময় ২৫ জুলাই সন্ধ্যা ৬ টায দিকে এই ঘটনা ঘটে। পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছায়। তবে গুরুতর আহত ঐ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ঐ পর্যটকরা মাইকোনোস থেকে ব্রিটেনে ফিরে যাওয়ার জন্য আরেকটি হেলিকপ্টারে এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন। তাদের সঙ্গে থাকা তরুণ পর্যটক সামনে থাকা বেল ৪০৭ হেলিকপ্টারটির পেছনে হাঁটছিলেন। 

এর ইঞ্জিনটি তখনও সচল ছিল। এসময় অসাবধানতাবশত হেলিকপ্টারের টেল রটার প্রপেলারে আঘাত পান তিনি।

এ ঘটনায় গ্রিসে তদন্ত চলছে। হেলিকপ্টারের পাইলট ও দুই গ্রাউন্ড টেকনিশিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে বলেজানিয়েছে ইন্ডিপেনডেন্ট। বেল ৪০৭ এর রটার ব্লেডগুলো সচল থাকার পরেও কেন প্রথম হেলিকপ্টার থেকে যাত্রীদের নামতে দেওয়া হয়েছিল তা জানতে তদন্ত করছে পুলিশ।