গ্রিসের উত্তরাঞ্চলের শহর কাভালার কাছে ইউক্রেনের কোম্পানির মালিকানাধীন একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সময় শনিবার (১৬ জুলাই) অ্যান্তনভ-১২ নামক প্লেনটি সার্বিয়া থেকে জর্ডানে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।
বিমানটিতে আটজন আরোহী ছিলেন এবং এর মধ্যে কেউ বেঁচে আছেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিবিসি জানিয়েছে, কার্গো বিমানটিতে সবমিলিয়ে ১২ টনের মতো মালামাল ছিল।
বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় পাইলট এটিকে কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর রানওয়েতে যেতে পারেননি তিনি।
ইন্টারনেটে ছড়িয়ে ভিডিও ফুটেজে বিমানটিকে বিধ্বস্ত হতে দেখা গেছে। এতে দেখা যায়, মাটিতে পড়ে যাওয়ার পর কর্গোটিতে আগুন ধরে যায়। এক পর্যায়ে বিস্ফোরণের ঘটনাও ঘটে।
স্থানীয় একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, আগুন নিয়ন্ত্রণে সাতটি অগ্নিনির্বাপক গাড়ি দুর্ঘটনাস্থলে নেয়া হয়। তবে বিস্ফোরণের কারণে সেখানে গাড়িগুলো পৌঁছাতে পারেনি।