সিঙ্গাপুর পৌঁছেছেন গোতাবায়া রাজাপক্ষে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২২, ০৮:৪৪ পিএম

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সিঙ্গাপুর পৌঁছেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে সিঙ্গাপুর পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে স্ত্রী ও দুই দেহরক্ষী ছিলেন।

জানা গেছে, গোতাবায়া রাজাপক্ষে অল্প সময়ের জন্য সিঙ্গাপুর থাকবেন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করবেন।

এর আগে, মালদ্বীপ থেকে সৌদি এয়ার লাইন্সের বিমানে করে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন গোতাবায়া। দেশত্যাগের আগে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে যান।

আরও পড়ুন... উবারে যৌন নিপীড়ন, মামলা করলেন ৫৫০ নারী

মালদ্বীপ থেকে পালিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন গোতাবায়া। তার পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন স্পিকার। পদত্যাগের খবর আসার পর কলম্বোতে আনন্দ মিছিল বের করেন সাধারণ মানুষ।

গত শনিবার গোতাবায়ার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। এরপর সোমবার তিনি শ্রীলঙ্কা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। কিন্তু তখন কলম্বো বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা তার কাগজপত্র ঠিক করে দিতে অস্বীকৃতি জানান।

এরপর মঙ্গলবার মধ্যরাতে স্ত্রী ও দুই নিরাপত্তারক্ষীকে নিয়ে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে মালদ্বীপে চলে যেতে সমর্থ হন গোতাবায়া। সেখানকার মানুষ তার আসার বিষয়টি ভালোভাবে নেয়নি। এরপর নতুন ঠিকানা খুঁজতে থাকেন তিনি।