সৌদি আরবের বিমানে গোতাবায়া, কলম্বোয় কারফিউ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২২, ০২:৪০ পিএম

গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিলেও সেখানে থাকছেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এবার সৌদি আরবের একটি বিমানে করে মালদ্বীপ ছেড়েছেন তিনি। তবে তার গন্তব্য নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। 

মালদ্বীপের একজন সরকারি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মালদ্বীপ থেকে বৃহস্পতিবার দুপুরে একটি সৌদি বিমানে চড়েছেন গোতাবায়া। এই বিমানটি প্রথমে তাকে সিঙ্গাপুর নিয়ে যাবে। পরে সেখান থেকে তাকে সৌদি আরবের জেদ্দায় নেওয়া হবে। 

শ্রীলঙ্কার কোনো আইনেই ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেপ্তারের বিধান নেই। তবে পদত্যাগের পর গ্রেপ্তার হওয়ার হাত থেকে বাঁচতে প্রেসিডেন্ট গোতাবায়া বিদেশে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে সিলন টুডে বলছে, দেশের বিক্ষুব্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী কলম্বোয় কারফিউ জারি করেছেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকার। 

রাজধানী কলম্বো ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ১২ টা থেকে শুক্রবার (১৫ জুলাই) বিকেল ৫ টা পর্যন্ত কারফিউ চলবে। 

এর আগে কলম্বোতে শ্রীলঙ্কার এক গোয়েন্দা সূত্র এএফপিকে জানায়, গোতাবায়া মালদ্বীপের একটি বিলাসবহুল রিসোর্টে অবস্থান করছেন। তিনি সেখান থেকে সংযুক্ত আরব আমিরাত বা সিঙ্গাপুরে চলে যেতে পারেন। 

এই দুটি জায়গার একটিতে নির্বাসিত হতে পারেন গোতাবায়া। 

গোতাবায়া শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে পৌঁছানোর পর তাকে কড়া নিরাপত্তায় গোপন স্থানে নিয়ে যাওয়া হয়। 

খবর পেয়ে সেখানে অবস্থানরত শ্রীলঙ্কানরা বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেন মালদ্বীপের স্থানীয়রাও। 

শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের পর মঙ্গলবার গভীর রাতে দেশ ছাড়েন গোতাবায়া। দেশটির এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, কলম্বো বিমানবন্দর থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে করে গোতাবায়া দেশ ছাড়েন।  

শ্রীলঙ্কার এক কর্মকর্তা এএফপিকে জানান, আন্তোনভ-৩২ বিমানে এক দেহরক্ষীকে নিয়ে সস্ত্রীক প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন।  

এদিকে গোতাবায়া বুধবার পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন স্পিকার মাহিন্দা ইয়াপা। তবে এখনো তার পদত্যাগের ঘোষণা আসেনি।