চরম দুঃসময়ে দেশ থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এবার তিনি সেখান থেকেও পালাচ্ছেন। আপাতত গোতাবায়া সিঙ্গাপুরে থিতু হচ্ছেন বলে জানা গেছে।
মালদ্বীপের সূত্রের বরাতে শ্রীলঙ্কার গণমাধ্যম ডেইলি মিরর বলছে, বুধবার (১৩ জুলাই) দিনের শেষ দিকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন। এদিন সকালেই মালদ্বীপে পৌঁছান গোতাবায়া। ভেলানা বিমানবন্দরে মালদ্বীপের সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের পর মঙ্গলবার গভীর রাতে দেশ ছাড়েন গোতাবায়া। দেশটির এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, কলম্বো বিমানবন্দর থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে করে গোতাবায়া দেশ ছাড়েন।
শ্রীলঙ্কার এক কর্মকর্তা এএফপিকে জানান, আন্তোনভ-৩২ বিমানে এক দেহরক্ষীকে নিয়ে সস্ত্রীক প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন।
এদিকে গোতাবায়া বুধবার পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্পিকার মাহিন্দা ইয়াপা।