অনুপ্রবেশের দায়ে ভারতে ৬ বাংলাদেশি গ্রেপ্তার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২২, ০৬:৫১ পিএম

সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় ছয়জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে পশ্চিমবঙ্গের স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশি ভারতে প্রবেশ করেন। অনুপ্রবেশের সমই কর্তব্যরত বিএসএফ সদস্যদের হাতে আটক হন তারা।

আটকদের পরে স্বরূপনগর থানা নিয়ে যায় বিএসএফ। পরে পুলিশ তাদেরকে আদালতে উপস্থিত করলে কারাগারে পাঠানো হয়। তবে কী কারণে তারা সীমান্ত পার হচ্ছিলেন তা জানা যায়নি।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। কী উদ্দেশ্য নিয়ে তারা ভারতে ঢুকছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার (৮ জুলাই) তাদের বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক প্রত্যেককে ১৪ দিনের কারাদণ্ড দেন।