ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে বন্দুক হামলার খবর পাওয়া গেছে। বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের দুজন ১৭ বছর বয়সী ডেনমার্কের নাগরিক ও অপরজন ৪৭ বছর বয়সী রুশ নাগরিক। এছাড়া আহত দুই ডেনিস ও দুই সুইডিশ ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
এ ঘটনায় একজন ২২ বছর বয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশ প্রধান সোয়েরেন থমাসেন জানান, হামলাকারী মানসিকভাবে অসুস্থ। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া গেল।
বিবিসি জানায়, সন্দেহভাজন এই হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। সোমবার তাকে বিচারকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে।
প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন একে ডেনমার্ক নিষ্ঠুরতম হামলা বলে শোক জানিয়েছেন। এই কঠিন সময়ে ডেনিশদের একসঙ্গে দাঁড়াতে এবং একে অপরকে সমর্থন দিতে আহ্বান করেছেন তিনি। এ ঘটনায় হতাশা জানিয়ে আরও বলেছেন, “আমাদের সুন্দর ও নিরাপদ শহরটি যেন এক সেকেন্ডেই বদলে গেল।”