ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের ক্ষমতা গ্রহণ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ৩০, ২০২২, ০২:৩২ পিএম

ফিলিপাইনের ১৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। বিদায়ী নেতা রদ্রিগো দুতের্তের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

বিবিসি জানায়, ম্যানিলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার অভিষেক হয়। রাজনৈতিক পরিবার মার্কোসদের জন্য একে অভূতপূর্ব প্রত্যাবর্তন বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

১৯৮৬ সালের জনপ্রিয় বিদ্রোহের পরে দুই দশক ক্ষমতায় থাকা স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসে ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতায় ফিরলেন তার ছেলে মার্কোস জুনিয়র। গত মাসে নির্বাচনে বিপুল ভোটে জয় পান এই নেতা।

জাতীয় জাদুঘরে অনুষ্ঠানে স্থানীয় সময় দুপুরে শপথ নেন মার্কোস জুনিয়র। এ সময় তার স্ত্রী ও তিন ছেলে পাশেই ছিল।

বিমানের মহড়ার সঙ্গে আর ফিলিপাইনের বিভিন্ন ইউনিফর্মধারী সামরিক বাহিনী কুচকাওয়াজ প্রদর্শন করে অনুষ্ঠানে।

প্রেসিডেন্ট হিসেবে প্রথম বক্তৃতায় ফিলিপাইনের গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী সাফল্যের জন্য জনতাকে ধন্যবাদ দেন মার্কোস।

১৯৮৬ সালের বিপ্লবের পর প্রথমবার কোনো প্রেসিডেন্ট দেশটিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বিদায়ী প্রেসিডেন্টের মেয়ে সারা দুতের্তে।