দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার একটি কারাগারে বন্দীদের মধ্যে দাঙ্গার সময় আগুন লেগে অন্তত ৪৯ জন নিহত হয়েছে। এসময় কারারক্ষীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যালে দেল কৌকার তুলুয়াতে মঙ্গলবার মধ্যরাতে বন্দীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় অনেকে বিছানার তোষকে আগুন ধরিয়ে দেয়।
পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় কর্তৃপক্ষ। কোন বন্দী পালিয়ে যেতে পারেনি বলেও জানিয়েছে তারা।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টায় কারাগারের একটি ব্লকে প্রথম আগুনের সূত্রপাত হয়। সেখানে প্রায় ১৮০ জন বন্দী ছিলেন। শহরের বাসিন্দারা জানান, দূর থেকেও কারাগারের ভেতর ধোঁয়া ও আগুন দেখতে পেয়েছিলেন তারা।
ন্যাশনাল পেনিটেনশিয়ারি অ্যান্ড প্রিজন ইনস্টিটিউটের (ইনপেক) পরিচালক টিটো ক্যাস্টেলানোস জানান, তুলুয়া নগরীর কারাগারটিতে বন্দীরা পুলিশের প্রবেশ ঠেকানোর চেষ্টা করলে দাঙ্গা বেধে যায়।
সেখানকার স্বাস্থ্য বিভাগের প্রধান ক্রিস্টিনা লেসমাস টুইটারে জানান, “এ ঘটনায় আমরা ২৬ জনকে চিকিৎসা দিয়েছি। অন্তত ৫২ জনের লাশ দেখতে পেয়েছি। অনেকের অবস্থাই আশংকাজনক। তাদের শরীর অনেক অংশ পুড়ে গেছে।”