ষাঁড়ের লড়াইয়ে দর্শক মঞ্চ ধসে নিহত ৪, আহত শতাধিক

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ২৭, ২০২২, ০২:১৬ পিএম

কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলাকালীন দর্শকের মঞ্চ ভেঙে পড়ে চারজন মারা গেছে। আহত হয়েছে শতাধিক মানুষ। 

ওয়াশিংটন পোস্ট জানায়, স্থানীয় সময় রোববার বোগোটা থেকে ৯৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি ছোট শহর এল এসপিনালে এই দুর্ঘটনা ঘটে। অনেক দর্শক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কররালেজা নামে পরিচিত জনপ্রিয় ষাঁড়ের লড়াইয়ের এসব অনুষ্ঠানে প্রশিক্ষিত বুল ফাইটাররা ষাঁড়কে উত্যক্ত করে নানান কসরতের খেলা দেখান। এই ময়দানের চারপাশে দর্শকদের জন্য অস্থায়ী মঞ্চ থাকে।

রোববার ষাঁড়ের লড়াই চলাকালীন তিন তলা মঞ্চ ভেঙে কয়েকশো নারী, পুরুষ ও শিশু আটকা পড়ে। মঞ্চ ধসে পড়ার পর অনেকেই সেখানে সাহায্যের জন্য ছুটে আসে।

আটকে পড়াদের উদ্ধারে কাঠ ও অন্যান্য ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করেন উপস্থিত লকজন। মঞ্চ ধসের ভিডিও সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে।

কলোম্বিয়ায় প্রতি বছর এল এস্পাইনালের মেয়রের কার্যালয় ও স্থানীয় কর্তৃপক্ষ ২৭ জুন সেন্ট পিটার উৎসব উদযাপনের জন্য ষাঁড়ের লড়াই আয়োজন করে। তবে স্পেনের ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াইয়ের মত এখানে ষাঁড়কে হত্যা করার পরিবর্তে দর্শকদের ষাঁড়ের সঙ্গে দৌড়ানোর জন্য আমন্ত্রণ জানানো হয়।