ইসরায়েলের নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টায় ফিলিস্তিনিকে হত্যা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২২, ০৭:২১ পিএম

অধিকৃত পশ্চিম তীরের উত্তরে কালকিলিয়া শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫৩ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে এই খবর জানিয়েছে আল-জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানায়, নিহত ব্যক্তির নাম নাবিল আহমেদ ঘানেম। তাকে রবিবার জলজুলিয়া গ্রামের কাছে গুলি করে হত্যা করা হয়। তিনি পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর নাবলুসের বাসিন্দা ছিলেন। 

এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াফার খবরে বলা হয়, ইসরায়েলিদের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করার চেষ্টা করায় ঘানেমকে গুলি করা হয়েছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেন, নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করায় এই সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করা হয়। 

পশ্চিম তীরের হাজার হাজার ফিলিস্তিনি নিয়মিত এই বেষ্টনী অতিক্রম করে ইসরায়েলে কাজে খোঁজে যান। ফিলিস্তিনিরা একে ‘বর্ণবাদের প্রাচীর’ বলে থাকেন।

আন্তর্জাতিক আদালত ইসরায়েলের এই বেষ্টনীকে বেআইনি হিসেবে ঘোষণা করেছে। দেয়ালটি ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে। তবুও ফিলিস্তিনিদের আন্দোলন কঠোরভাবে দমন করতেই এই বেষ্টনী ব্যবহার করা হচ্ছে।