ইউক্রেনের সদস্যপদ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে ইইউ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ১১, ২০২২, ০৮:৪০ পিএম

আগামী সপ্তাহের মধ্যেই ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের আবেদন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। সংস্থাটির প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন এক বিবৃতিতে জানান, ইউক্রেনকে সদস্যপদ দেওয়া উচিত কিনা সে বিষয়ে তার নির্বাহী বোর্ড চূড়ান্ত মতামত জানাবে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে যৌথ সংবাদ সম্মেলন শেষে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিনি বলেন, “আগামী সপ্তাহে আলোচনা শেষে আমরা আমাদের মূল্যায়ন চূড়ান্ত করতে সক্ষম হব।”

রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর কিয়েভে এটি ভন ডের লেয়েনের দ্বিতীয় সফর। তবে জেলেনস্কি তার বক্তব্যে ইউরোপকে মনে করিয়ে দিয়েছেন, প্রশাসনিক ও অন্যান্য অগ্রগতি সত্ত্বেও যুদ্ধ বন্ধে তাদের এখনও অনেক কিছু করার আছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর চার দিন পরই ইইউতে যোগদানের আবেদনের প্রক্রিয়া শুরু করে ইউক্রেন। সাধারণত ইইউর সদস্যপদ নির্ধারণের আলোচনা কয়েক বছর ধরে চলে। প্রার্থীদের প্রমাণ করতে হয় যে তারা ইইউর সব মানদণ্ড পূরণ করছে এবং গণতন্ত্র ও আইনের শাসনকে সম্মান করছে। শক্তিশালী অর্থনীতিও এক্ষেত্রে বিবেচনাধীন থাকে।

তবে জেলেনস্কি ইউক্রেনকে অবিলম্বে সদস্যপদ দেওয়ার জন্য ইইউকে বিশেষ সুবিধা ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তাই আগামী সপ্তাহেই জানান যাবে ইউক্রেন ইইউর জোটভুক্ত হতে পারবে কি না।