কয়লা খনিতে বিস্ফোরণে ৯ শ্রমিক নিহত

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ৫, ২০২২, ০৪:৪৩ পিএম

কলম্বিয়ার একটি কয়লা খনিতে বিস্ফোরণে নয়জন শ্রমিক মারা গেছেন। খনির ভেতর আটকা পড়েছেন ছয়জন। ন্যাশনাল মাইনিং এজেন্সির (এএনএম) বরাতে এই খবর জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় সোমবার উত্তরাঞ্চলীয় শহর এল জুলিয়ার কাছে এই বিস্ফোরণ হয়। খনির ভেতর গ্যাস তৈরি হওয়ার কারণে বিস্ফোরণের পর সেখানে আগুন লেগে যায়। এছাড়াও একটি ভূগর্ভস্থ টানেল ধসে পড়ে। এর ফলে খনি শ্রমিকরা আটকা পড়ে যান।

কর্মকর্তারা জানিয়েছেন, বেঁচে যাওয়া খনি শ্রমিকরা ছয় দিন ধরে মাটির নিচেই আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, খনির ভেতর গ্যাসের পাশাপাশি বাইরে ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। প্রায় ৭০ জন উদ্ধারকারী বাকি খনি শ্রমিকদের খুঁজে বের করার জন্য কাজ করছেন। প্রকৌশলীরা খনির ভেতর বায়ু চলাচলের ব্যবস্থা করার জন্য চেষ্টা করছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আঞ্চলিক জনপ্রতিনিধি জন অলিভারেসের জানান, গ্যাসের উচ্চ ঘনত্বের কারণে ২০২১ সালে এই খনিটি বন্ধ করা হয়েছিল। তবে গত ১৯ মে এটি পুনরায় খোলার জন্য অনুমতি দেওয়া হয়।

কলম্বিয়ায় খনির দুর্ঘটনা বেশ নিয়মিত ব্যাপার। ২০২১ সালেও খনিতে বিস্ফোরণে ১৪৮ জন মারা যান।