মাঙ্কিপক্স রোধে দ্রুত পদক্ষেপের তাগিদ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০২২, ০৭:৪২ পিএম
ছবি : রয়টার্স

বিশ্বে হঠাৎ ছড়িয়ে পড়া বিরল রোগ মাঙ্কিপক্সের বিস্তার নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দ্রুত সময়ের মধ্যে এর বিস্তার ঠেকানো না গেলে বড় হুমকিতে পড়বে বিশ্ব। এ জন্য দ্রুত সময়ের মধ্যে বিশ্ববাসীকে পদক্ষেপ নিতে। এই রোগের টিকা নিয়ে এখন থেকেই ভাবতে হবে।

বিশ্বব্যাপী সংক্রামক ঝুঁকি প্রস্তুতির জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক সিলভি ব্রায়ান্ড সংস্থার বার্ষিক সমাবেশে শুক্রবার বলেন, “মাঙ্কিপক্স রোধে এখনই ব্যবস্থা নিতে হবে। তবে এর বিস্তার ঠেকানো সম্ভব। এটা আমরা মনে করি।”

বিবিসি বলছে, বিরল রোগটি মধ্য ও পশ্চিম আফ্রিকার দুর্গম এলাকায় পরিচিত। বিশ্বের অন্যান্য স্থানে মাঙ্কিপক্সের উপস্থিতি ছিল বিরল। যা এবার দেশে দেশে ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন, তারা আফ্রিকা ভ্রমণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। কেউ কেউ ভ্রমণকারীর সংস্পর্শে এসেও আক্রান্ত হচ্ছেন। এখন পর্যন্ত ২০ দেশে ৩০০ মাঙ্কিপক্স আক্রান্ত রোগী পাওয়া গেছে। এসব দেশে এর আগে কখনোই এই ভাইরাস দেখা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা সিলভি ব্রায়ান্ড বলেন, “যেসব দেশে আগে কখনো মাঙ্কিপক্স হানা দেয়নি এবার সেসব দেশে এই রোগ ছড়াচ্ছে। যা সংক্রমণ আকারে দেখা দিচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এসব শনাক্ত করতে হবে, আক্রান্তদের যথাযথ চিকিৎসা ব্যবস্থা দিতে হবে। অন্যথায় ভাইরাস দমন কঠিন হয়ে যাবে। যেসব দেশে গুটি বসন্তের টিকা আছে তা আমাদের জানানো উচিৎ। কারণ এই টিকা মাঙ্কিপক্স থেকে রক্ষা করতে সক্ষম।”

ডব্লিউএইচও বলছে, করোনার মতো দ্রুত মাঙ্কিপক্স ছড়ায় না, ভিন্নভাবে ছড়ায়। একজনের সঙ্গে অন্যের ঘনিষ্ঠ সংস্পর্শে ভাইরাসটি ছড়ায়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে পরিবারের সদস্য, স্বাস্থ্যকর্মী। যৌন মিলনের মাধ্যমেও একজনের দেহ থেকে অন্যের দেহে ভাইরাসটি ছড়ায়।

সংস্থাটির পরামর্শ, দেহে লক্ষণ বা উপসর্গ দেখা দিলে জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাদের পরআমর্শ ছাড়া চিকিৎসা নেওয়া যাবে না।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবার মতে, মাঙ্কিপক্স বিরল ভাইরাল সংক্রমণ। এই ভাইরাস খুব বেশি মারাত্মক না। আক্রান্ত বেশির ভাগ মানুষ কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভাইরাসটি সহজে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে না।

মাঙ্কিপক্সের জন্য কোনো নির্দিষ্ট ভ্যাকসিন নেই। তবে গুটিবসন্তের জ্যাব এই ভাইরাস থেকে ৮৫ ভাগ সুরক্ষা প্রদান করতে সক্ষম। কারণ দুটি ভাইরাস বেশ একই রকম।