ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২২, ০৩:০৬ পিএম

ফ্রান্সের রাজনীতিতে তিন দশকের রেকর্ড ভেঙেছেন এলিজাবেথ বোর্ন। ৩০ বছরের মধ্যে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফরাসিদের ইতিহাসে দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বোর্নের আগে মাত্র একজন নারী দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, সোমবার আনুষ্ঠানিকভাবে বিদায়ী প্রধানমন্ত্রী জ্যঁ কাসটেকসের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন এলিজাবেথ বোর্ন।

সোমবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এলিস থেকে এক বিবৃতিতে বলা হয়, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এলিজাবেথ বোর্ন দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এদিথ ক্রেসোঁ। তিনি স্বল্প সময়ের জন্য ১৯৯১ সালের মে মাস থেকে ১৯৯২ সালের এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তখন দেশের প্রেসিডেন্ট ছিলেন সমাজতান্ত্রিক ফ্রাঁসোয়া মিতেরাঁ।”

বোর্ন এর আগে ফ্রান্সের পরিবেশ, পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ২৪ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচিত হন এমানুয়েল ম্যাখোঁ। তার সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো বোর্নকে। এলিস অনুসারে, ম্যাখোঁর নির্বাচনি ইশতেশার বাস্তবায়নে তাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর বোর্ন বলেন, “আমার এই নিয়োগ ছোট মেয়েদের উৎসর্গ করছি। সব সময় নিজের স্বপ্ন অনুসরণ করে এগিয়ে যাও। সমাজের কোনো বাধা নারীর অবস্থান ঠেকাতে পারবে না।”

এলিস প্যালেস বলছে, বোর্নকে দায়িত্ব বুঝিয়ে জ্যঁ কাসটেকস সোমবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ২০২০ সালের জুলাই মাসে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে ফ্রান্সের দক্ষিণ পশ্চিম প্রদেশের মেয়রের দায়িত্ব পালন করেন কাসটেকস।