৪৫০০ বছরের পুরনো মূর্তির মাথা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২, ০৯:২১ পিএম

গাজায় এক ফিলস্তিনি কৃষক কানানি দেবী আনাতের ৪ হাজার ৫০০ বছরের পুরাতন একটি মূর্তির মাথা পেয়েছেন। গাজার খান ইউনিসের শেখ হামুদাতে এটি পাওয়া গেছে।

মূর্তিটি পেয়েছেন নিদাল আবু ইদ নামে এক কৃষক। তিনি বলেন, প্রথমে আমি আশা করেছিলাম কিছু অর্থ উপার্জনের জন্য কারো কাছে এটি বিক্রি করব। কিন্তু একজন প্রত্নতাত্ত্বিক আমাকে বলেছিলেন এটি অনেক প্রত্নতাত্ত্বিক মূল্যের।

গাজার পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের পরিচালক জামাল আবু রিদা বলেন, এটি মঙ্গলবার জনসাধারণের জন্য উন্মোচন করা হয়েছিল।

রিদা বলেন, মাথাটি আনাটের একটি মূর্তির অন্তর্গত। কানানি পুরাণে প্রেম, সৌন্দর্য ও যুদ্ধের দেবী। মূর্তিটিকে "গাজা শহরে বসবাসকারী প্রাচীনতম মানব সভ্যতার প্রতীক" বলে অভিহিত করেছেন তিনি।

মূর্তিটি আগামী কয়েকদিনের মধ্যে গাজার পাশার প্রাসাদ জাদুঘরে প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা নরিমান খালেহ।