নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ১৫৪

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ০১:৫১ পিএম

নাইজেরিয়ার স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর হামলায় দেড় শতাধিক গ্রামবাসী নিহত হয়েছে। আল-জাজিরা জানায়, রোববার প্লেটু রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীরা মোটরবাইকে করে রাজ্যে তাণ্ডব চালায়।

এ সময় গ্রামবাসীদের আক্রমণ করার পাশাপাশি বিক্ষিপ্তভাবে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় সন্ত্রাসীরা। আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জনে। আনুমানিক প্রায় পাঁচ হাজার মানুষ সহিংসতার ভয়ে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

সন্ত্রাসীরা হামলার সময় বাড়িঘর ও দোকানগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়। যারা পালাতে বা প্রাণ বাঁচাতে লুকানোর চেষ্টা করে তাদের তাড়া করে গুলি করে হত্যা করা হয়। গত কয়েক দিন ধরেই মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

এলাকার গার্গা জেলার সিনিয়র কাউন্সিলর ইয়াউ আবুবকর বলেন, “সব মিলিয়ে সর্বোচ্চ ১৫৪ জন নিহত হয়েছে। আশপাশের ঝোপের মধ্যে থেকে অনেকের মৃতদেহ পাওয়া গেছে।”

আবু বকর আরও বলেন, এলাকাজুড়ে গণদাফনের কাজ চলছে। বন্দুকধারীদের তাড়াতে সেনা মোতায়েন করা হয়েছে।

নাইজেরিয়ার তথ্যমন্ত্রী লাই মোহাম্মদ সাংবাদিকদের বলেন, সশস্ত্র অপরাধী চক্র ও জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সদস্যরা এই হামলার জন্য দায়ী।