দেড় বছরে তৃতীয় দফায় কুয়েত সরকারের পদত্যাগ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২, ০৬:০৮ পিএম

দেড় বছরের মধ্যে তৃতীয় বারের মত পদত্যাগ করেছে কুয়েত সরকার। পার্লামেন্টে তোপের মুখে মঙ্গলবার কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালেদ আল হামাদ দেশটির যুবরাজের কাছে মন্ত্রীসভার পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রায়ত্ব কুনা নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে।

বার্তা সংস্থা এপি জানায়, চলতি সপ্তাহের শেষের দিকে সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পদ থেকে অপসারণের চেষ্টার আগে তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন।

ডিসেম্বরে বিরোধীদলকে সন্তুষ্ট করার জন্যে বেশ কয়েকজন নতুন মুখকে মন্ত্রীসভায় স্থান দেন প্রধানমন্ত্রী শেখ সাবাহ। তাদের পদত্যাগের ফলে দেশটির সংস্কারের কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

গত সপ্তাহে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগের কারণে পার্লামেন্টে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে পড়েন সাবাহর। আইনপ্রণেতারা তাকে প্রকাশ্যে ‘অযোগ্য’ বলে ঘোষণা করেন। দেশের সমস্যা মোকাবেলা ও প্রয়োজনীয় সংস্কারের জন্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আহ্বান জানান তারা।

কুয়েতের ক্ষমতাসীন রাজ পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব কয়েক প্রজন্ম ধরেই চলছে। গত বছরের জানুয়ারিতে তৎকালীন সরকারের পদত্যাগের পর শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহর নেতৃত্বাধীন দায়িত্ব গ্রহণ করে। ক্রমবর্ধমান রাজনৈতিক সংকটের মাঝে তার সরকারের এই হঠাৎ পদত্যাগ দেশটিতে নতুন অনিশ্চয়তার সূচনা করেছে।