পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসবিরোধী অভিযানে ২০৩ জন নিহত হয়েছে। মালির সেনাবাহিনীর বরাতে এই খবর জানিয়েছে গার্ডিয়ান।
শুক্রবার সেনাবাহিনী জানায়, সাহেলের মৌরা এলাকায় ২৩ শে মার্চ থেকে শুরু হওয়া নয় দিনের সামরিক অভিযান শেষ হয়েছে। এ অঞ্চলকে সন্ত্রাসীদের আস্তানা বলে অভিহিত করেছে সেনাবাহিনী।
যদিও সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্রতিবেদনে অভিযোগ করা হয়, অভিযানে মৌরাতে বেসামরিক নাগরিকসহ অনেক নিরস্ত্র লোক নিহত হয়েছে।
তবে সেনাবাহিনীর বিবৃতিতে তাদের জঙ্গি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও ৫১ জনকে গ্রেপ্তার ও প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে সরকার।