গুপ্তচরবৃত্তির অভিযোগে বুলগেরিয়ায় রুশ কূটনীতিক বহিষ্কার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০৩:২৫ পিএম
ছবি : সংগৃহীত

ইউক্রেনে অভিযানের পর থেকে ইউরোপের বিভিন্ন দেশে রুশ কূটনীতিকদের বহিষ্কার করা হচ্ছে। এবার একই কাজ করল বুলগেরিয়া সরকার। গুপ্তচরবৃত্তির অভিযোগে এক রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে দেশটি।

শুক্রবার (০১ এপ্রিল) বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। সেই সঙ্গে দেশ ছাড়তে রুশ কূটনীতিককে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে,  বুলগেরিয়া গত মাসে ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। এবার আরও একজনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল বালকান প্রশাসন।

বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সোফিয়াতে রাশিয়ান দূতাবাসের একজন কূটনীতিক গোয়েন্দা কার্যকলাপে জড়িত ছিলেন। তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বুলগেরিয়ার রুশ দূতাবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কূটনৈতিক অবস্থানের সঙ্গে বেমানান কার্যকলাপের কারণে রুশ কূটনীতিকদের বহিষ্কার করা হচ্ছে বলে বুলগেরিয়া সরকারের দাবি।

এছাড়া রুশ রাষ্ট্রদূতের অকূটনৈতিক ও অভদ্র মন্তব্য নিয়ে পরামর্শের জন্য মস্কো থেকে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে এনেছে বুলগেরিয়া।