বিধানসভায় তৃণমূল-বিজেপির মারামারি, বহিষ্কার ৫

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৫:০৭ পিএম

পশ্চিমবঙ্গের রামপুরহাটের নৃশংসতার ঘটনাকে কেন্দ্র করে বিধানসভায় বিরোধে জড়িয়েছেন রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল আর বিরোধী দল বিজেপির নেতারা। কিল, ঘুষি, হাতাহাতির পর প্রধান বিরোধীনেতা শুভেন্দু অধিকারীসহ ৫ বিজেপি বিধায়ককে বহিষ্কার করেছেন স্পিকার।

হিন্দুস্তান টাইমস জানায়, সোমবার রামপুরহাটের ঘটনা নিয়ে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ করেন বিজেপি নেতারা। সেই ঘটনা নিয়ে সভায় আলোচনার দাবি করেন তারা।

এ সময় বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে বাগযুদ্ধ ও ধাক্কাধাক্কি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়।

ধস্তাধস্তির এক পর্যায়ে বিজেপি নেতা মনোজ টিগ্গার জামা ছিঁড়ে যায়। তৃণমূল নেতা অসিত মজুমদারের নাক ফেটে রক্ত ঝরেতে থাকে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় বিজেপি নেতাদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ করেছে তৃণমূল। আর বিজেপি নেতাদের দাবি নারী এমপিদের হেনস্থা করেছে তৃণমূল নেতারা। সেকারণেই তারা তৃণমূলের হামলা প্রতিরোধ করেছেন।