কারাগারে ৫৬ নারীকে ধর্ষণের ঘটনায় ১৫ বছরের কারাদণ্ড

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ১০:০৫ এএম

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর একটি কারাগারে ৫৬ নারীকে ধর্ষণের ঘটনায় ১০ বন্দিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিবিসি জানায়, ২০২০ সালের সেপ্টেম্বরে কাসাপা কারাগারে এ ঘটনা ঘটে। ওই সময় বন্দিরা বিদ্রোহ করেন। বিদ্রোহীরা নারী বন্দিদের সেল ভেঙে ৫৬ জনকে ধর্ষণ করেন। তিন দিন ধরে চলে এই বিদ্রোহ।

আদালতের প্রসিকিউটররা অপরাধীদের ২০ বছরের কারাদণ্ডের দাবি করেছিলেন। তবে রায় ঘোষণার পর আইনজীবী জানান, দীর্ঘ লড়াইয়ের পর এই ন্যায়বিচার হয়েছে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জানান, কারাগারের খারাপ পরিবেশের কারণেই ওই ঘটনা ঘটে। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।