যুক্তরাষ্ট্রে বিনা মূল্যে দেওয়া হবে ‘এন৯৫’ মাস্ক

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ১১:৩৫ এএম

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যুক্তরাষ্ট্রে বিনা মূল্যে ‘এন৯৫’ টাইপের মাস্ক বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। 

বিবিসি জানায়, ১৮ জানুয়ারি মঙ্গলবার ইউএস সিনেটে করোনা মহামারি প্রতিরোধ সম্পর্কিত এক শুনানিতে অংশ নেন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য এবং মানবিক সহায়তাবিষয়ক সহকারী মন্ত্রী ডোন ও’কনেল। সেখানেই তিনি বিনা মূল্যে মাস্ক বিতরণের ঘোষণা দেন।

মন্ত্রী ডোন ও’কনেল বলেছেন, “কাপড়ের মাস্ক ওমিক্রন সংক্রমণে ভূমিকা রাখতে পারছে না। সংক্রমণ রোধে নিরাপদ হিসেবে বিবেচিত এন৯৫ মাস্ক। তাই এই মাস্ক বিনা মূল্যে বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।”

মন্ত্রী জানান, অভ্যন্তরীণ ১২টি কোম্পানির সঙ্গে ফেডারেল প্রশাসনের চুক্তি অনুযায়ী শিগগিরই ৭৩৭ মিলিয়ন (৭৩ কোটি ৭০ লাখ) এন৯৫ মাস্ক পাওয়া যাবে। এরপর সেগুলো সর্বসাধারণের মধ্যে বিতরণ করা হবে।

ও’কনেল আরও বলেন, “এন৯৫ টাইপের মাস্ক তৈরির অনুমতি দেওয়া হবে অন্য কোম্পানিকেও। চাহিদা অনুযায়ী মাস্ক তৈরি করা হবে। জনগণের কাছে তা বিনা মূল্যে পৌঁছে দেওয়া হবে।”

বুধবার বিকেলে হোয়াইট হাউস থেকে মাস্ক বিতরণের এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কাপড়ের মাস্ক ব্যবহার কমাতেই এই উদ্যোগ। কারণ, কাপড়ের মাস্কে ওমিক্রন সংক্রমণ কমে না।