দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামডোক। সিএনএন জানায়, স্থানীয় সময় রোববার (২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিও বার্তায় পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি।
রোববার রাজধানীর কাছে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর হাতে তিন বিক্ষোভকারী নিহত হওয়ার পর এই ঘোষণা আসে। বেসামরিক সংস্থা সুদানিজ সেন্ট্রাল ডক্টরস কমিটি হতাহতের খবর জানায়।
পদত্যাগের ঘোষণা দিয়ে টেলিভিশনের বক্তৃতায় হামডোক বলেন, তিনি দেশের ক্রান্তিকাল শেষ করার পথ তৈরি করতেই পদত্যাগ করছেন। এ ছাড়া ‘স্বাধীনতা ও ন্যায়বিচার’ দাবিতে বিক্ষোভের জন্য সুদানের জনগণের প্রশংসা করেন তিনি।
২০১৯ সাল থেকে সামরিক ও বেসামরিক গোষ্ঠীগুলো সমঝোতার মাধ্যমে সুদান শাসন করছিল৷ তবে অক্টোবরে সামরিক বাহিনী ক্ষমতা দখলে নিয়ে সার্বভৌম পরিষদ ও অন্তর্বর্তীকালীন সরকারকে বিলুপ্ত ঘোষণা করে এবং প্রধানমন্ত্রী হামডোককে সাময়িকভাবে আটক করে।
এরপর দেশটির সামরিক প্রধান, জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে চুক্তির অংশ হিসাবে নভেম্বরে হামডোককে পুনর্বহাল করেন।
২৫ অক্টোবরের সেনা অভ্যুত্থানের পর থেকেই সামরিক শাসনের বিরুদ্ধে গণবিক্ষোভ করছে সুদানের জনগণ। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৫৭ জন নিহত হয়েছে।