পোপ ফ্রান্সিসের মৃত্যু : শোক জানিয়ে যা বলল হামাস-হিজবুল্লাহ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৪:০৫ পিএম
পোপ ফ্রান্সিস। ফাইল ফটো

ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহও। দুই সংগঠনই তার মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।

সোমবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে পোপ ফ্রান্সিসের অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি বৈষম্য, বর্ণবাদ ও আগ্রাসনের বিরোধিতা করেছেন এবং গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও গণহত্যার স্পষ্ট প্রতিবাদ জানিয়েছেন।

[113942]

বিবৃতিতে হামাসের পক্ষ থেকে শোক প্রকাশ করে পোপ ফ্রান্সিসের নৈতিক ও মানবিক অবস্থানকে শ্রদ্ধা জানানো হয়েছে। সেইসঙ্গে বিশ্বের সমস্ত মুক্তিকামী জনগণ ও ধর্মাবলম্বীদের ন্যায়বিচার, স্বাধীনতা ও নিপীড়িতদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি।