২ ‘শত্রু দেশ’ এক হয়ে লড়তে চাচ্ছে পরাশক্তির বিরুদ্ধে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৩:১৪ পিএম
ছবি : সংগৃহীত

বিশ্বে চলছে ‘বাণিজ্যযুদ্ধ‘। বিশ্ব অর্থনীতি এখন টালমাটাল। আমেরিকার ‘অযৌক্তিক’ রপ্তানি শুল্কের বিরুদ্ধে এরই মধ্যে পাল্টা শুল্ক ঘোষণা করেছে চীন। আর এই লড়াইয়ে ভারতকে নিজেদের পাশে চায় দেশটি। রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ভারতে চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং।

ইউ জিং বলেন, ‘চীন-ভারত সম্পর্ক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পরিপূরকতা এবং পারস্পরিক সুবিধার ওপর নির্ভরশীল। আমেরিকার এমন অযৌক্তিক শুল্কনীতি বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে বিশ্বের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোকে উন্নত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে। চীন ও ভারতের মতো বৃহত্তম উন্নয়নশীল দেশের উচিত এসব সমস্যা একসঙ্গে মোকাবিলা করা।’

ইউ জিং আরও বলেন, ‘চীনের অর্থনীতি ধারাবাহিক ও ইতিবাচকভাবে সম্প্রসারিত হচ্ছে এবং আমাদের শিল্পখাতের উৎপাদন পুরোপুরি সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক। চীন অর্থনৈতিক বিশ্বায়ন এবং বহুপাক্ষিকতাবাদেরও দৃঢ় সমর্থক। বৈশ্বিক অর্থনীতির বার্ষিক প্রবৃদ্ধির ৩০ শতাংশই আসে বিশ্ব বাণিজ্য সংস্থা নির্দেশিত বহুপাক্ষিক বাণিজ্যের মাধ্যমে।’

সম্প্রতি হোয়াইট হাউসে দেওয়া এক ঘোষণায় আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন সব দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় চীনের ওপর ৩৪ শতাংশ ও ভারতের ওপর ২৬ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছিল।

আমেরিকার শুল্ক আরোপের পর ভারত অনেকটা মৌনতা অবলম্বন করলেও ঘোষণার পরদিনই মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক বাড়িয়ে ৩৪ শতাংশ করে চীন। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প ৮ এপ্রিল চীনের ওপর ধার্যকৃত শুল্ক ৫০ শতাংশ বাড়িয়ে দেন। প্রতিক্রিয়ায় চীনও মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ বৃদ্ধি করে।