যুক্তরাষ্ট্র-ইউক্রেন রুদ্ধদ্বার বৈঠক আগামী সপ্তাহে জেদ্দায়

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১২:১৪ পিএম
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খুঁজে বের করতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আয়োজনের পর এবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বৈঠক আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব।    

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বৈঠক জেদ্দায় অনুষ্ঠিত হবে।

এক বিবৃতিতে সৌদি সরকার জানায়, ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে তারা এই আলোচনাকে স্বাগত জানায়।

প্রথম দফায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হলেও সেই বৈঠক ছিল না ইউক্রেনের কোনো প্রতিনিধি। সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, এটি খুবই অদ্ভুত যে আমাদের কৌশলগত অংশীদাররা আলোচনা করছেন, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।

তবে এবারের বৈঠক নিয়ে তিনি আশা প্রকাশ করেন যে এই বৈঠকটি ফলপ্রসূ হবে এবং শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।

যদিও জেলেনস্কি নিজে এই আলোচনায় সরাসরি অংশ নেবেন না, তবে তিনি সে সময়  সৌদি আরবেই উপস্থিত থাকবেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল একটি কাঠামোগত আলোচনা করতে চায়, যার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর পথ বের করা সম্ভব হবে।  

সৌদি আরব গত তিন বছর ধরে কূটনৈতিক সমাধানের জন্য বিভিন্ন আলোচনা আয়োজন করেছে এবং তারা ইউক্রেন সংকটের সমাধানে সংলাপ ও স্থিতিশীলতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই বৈঠকের আগে সৌদি রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ইউক্রেন সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করা হয়।

সূত্র: আরব নিউজ