ভয়েস অব আমেরিকার জরিপ

সংস্কারের পক্ষেই বেশিরভাগ মানুষ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৬:০২ পিএম
জাতীয় সংসদ। ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় সব ধরনের সংস্কারের পরই অন্তবর্তীকালীন সরকারের নির্বাচন আয়োজন করা উচিত। এমনটাই মনে করছেন দেশের ৬৫ দশমিক ৯ শতাংশ (প্রায় ৬৬ শতাংশ) মানুষ। একইসঙ্গে দেশের ৬১ দশমিক এক শতাংশ মানুষ মনে করেন, এক বছরের মধ্যেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।

বাংলাদেশ ব্যাপী ভয়েস অব আমেরিকার করা সাম্প্রতিক এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। শনিবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে জরিপের ফলাফল প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা, এসব বিষয়ে গত ১৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশব্যাপী জরিপ পরিচালনা করে ভয়েস অব আমেরিকা। দেশের আটটি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার জনের মধ্যে জরিপটি করা হয়।

জরিপে দেখা যায়, এক বছরের মধ্যেই আগামী জাতীয় নির্বাচন করা উচিত বলে মনে করেন দেশের ৬১ দশমিক ১ শতাংশ মানুষ। আরেক প্রশ্নের উত্তরে ৬৫ দশমিক ৯ শতাংশ মানুষ বলেছেন, অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে, তার সবগুলো করার পরই নির্বাচন আয়োজন করা উচিত। জরিপে শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন ৩১ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা।

জরিপে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন চান দেশের ১৮ দশমিক ৭ ভাগ মানুষ। আর দেড় বছরের মধ্যে চান ৮ দশমিক ৬ শতাংশ মানুষ। সবচেয়ে কম সংখ্যক মানুষ ৫ দশমিক ৮ ভাগ মত দিয়েছেন চার বছর বা তার চেয়ে বেশি সময় পর নির্বাচনের পক্ষে।

জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে শহরে বসবাসকারী ৬০ দশমিক ৪ শতাংশ ও গ্রামে বাসবাসকারী ৬১ দশমিক ৪ শতাংশ এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন চান। যাদের মধ্যে পুরুষ ৫৭ দশমিক ৩ শতাংশ আর নারী ৬৫ শতাংশ।

সুনির্দিষ্ট প্রশ্নমালার ভিত্তিতে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউইংয়ের মাধ্যমে ভয়েস অফ আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী জরিপটি পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড।

প্রসঙ্গত, গত ৫ অগাস্ট ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।