ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। পাশাপাশি দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, প্রাক-বিচার চেম্বার আদালতের এখতিয়ার নিয়ে ইসরায়েলের করা চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করা হয়েছে এবং নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও একটি পরোয়ানা জারি করা হয়েছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, দেইফ জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় নিহত হয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক বলেন, এই তিনজনের বিরুদ্ধে ইসরায়েল ও হামাস যুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে।
মে মাসে আইসিসির কৌসুলি করিম খান নেতানিয়াহু, গ্যালান্ট, দেইফ ও আরও দুই হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির করার আবেদন জানান। অন্য দুই হামাস নেতা হলেন ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ার। এই দুইজন অবশ্য সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, দেইফও নিহত হয়েছেন। তবে আদালত জানিয়েছে, তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত নয়।
এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবে কিনা তা নির্ভর করবে আইসিসির ১২৪ সদস্য দেশের ওপর। এই দেশগুলো সিদ্ধান্ত নেবে, তারা এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে কিনা।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস। এতে ১২০০ জনের মতো ইসরায়েলি নাগরিক নিহত হন। এ ছাড়া ২৫১ জনকে জিম্মি করে হামাস। এর জবাবে গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। হামলায় এ পর্যন্ত এ নারী ও শিশুসহ ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।