এবার ইউক্রেনকে লক্ষ্য করে প্রথমবারের মতো শক্তিশালী আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়েছে রাশিয়া। এমনটি দাবি করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে এ মিসাইল ছোড়া হয়।
ইউক্রেন জানায়, রাশিয়ার আসট্রাখান থেকে মিসাইলটি ছোড়া হয়েছে। ভোলোগোরোদের দক্ষিণ-পূর্ব দিকের এই অঞ্চলটি কাস্পিয়ান সাগরের পাশে অবস্থিত। রাশিয়া তাদের দানিপ্রো অঞ্চলের ‘দোকানপাট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে’ ভোররাতে এই হামলা চালায়। এতে তাদের অবকাঠামো কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে; সে বিষয়টি স্পষ্ট করেনি তারা।
শক্তিশালী এই আন্তঃমহাদেশীয় মিসাইলটি আটকানো হয়েছে কিনা, সেটিও জানায়নি ইউক্রেনীয় বিমান বাহিনী। তবে রাশিয়ার ছোড়া ছয়টি কেএইচ-১০১ ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। যদিও তাদের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
আন্তঃমহাদেশীয় মিসাইলগুলোর রেঞ্জ বা দূরত্ব কয়েক হাজার কিলোমিটার হতে পারে। এই মিসাইলটি বিস্ফোরক ছাড়াও পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে।
[104748]
এর আগে রাশিয়ার ক্রুস্ক অঞ্চলকে লক্ষ্য করে গত ২ দিনে যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্যের দূরপাল্লার মিসাইল ছুড়েছে ইউক্রেন। এই হামলার পরপরই ইউক্রেনকে লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছুড়ল মস্কো।