জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র ৷ এ নিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে চতুর্থবারের মতো ইসরায়েলকে রক্ষায় ভেটো ক্ষমতা প্রয়োগ করল যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়েছে। যেখানে গাজায় চলমান যুদ্ধ ‘অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ীভাবে শেষ করতে হবে ও অবশিষ্ট সব জিম্মিকে অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে’ বলে দাবি করা হয়।
নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪টিই খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। শুধু যুক্তরাষ্ট্রই এর পক্ষে ভোট দেয়নি।
এ প্রসঙ্গে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের উপদূত রবার্ট উড বলেছেন, ‘জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ কোনো প্রস্তাবকে আমরা শর্তহীনভাবে সমর্থন করতে পারি না। আমরা এ বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে স্পষ্ট করেছি। অবশ্যই জিম্মিদের মুক্তি দেওয়ার মধ্য দিয়ে যুদ্ধ বন্ধ হবে।’
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপদূত মাজেদ বামেয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর সমালোচনা করেছেন।
এদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে ভেটো দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন।
নিরাপত্তা পরিষদ ১০ অস্থায়ী সদস্য ও পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। এর মধ্যে স্থায়ী সদস্যদের ভেটো দেওয়ার অধিকার রয়েছে। নিরাপত্তা পরিষদে উত্থাপিত কোনো প্রস্তাবে স্থায়ী সদস্যদের একটিও ভেটো দিলে বা ভোট দেওয়া থেকে বিরত থাকলে সে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। তা আর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত হয় না।