সাইকেল চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলেই শাস্তি পেতে হবে। হয় কারাদণ্ডের শাস্তি পেতে হবে নয়তো জরিমানা গুনতে হবে। শুক্রবার (১ নভেম্বর) থেকে কারাদণ্ডের এই বিধান কার্যকর করা হয়েছে। ঘটনাটা জাপানের।
জাপানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, করোনা মহামারির সময় জাপানে গণপরিবহন এড়িয়ে জাপানিরা সাইকেল ব্যবহারে বেশি উৎসাহিত হয়। এতে করোনাকালে ও পরে ২০২১ সাল থেকে সাইকেল দুর্ঘটনা বেড়ে গেছে। যে কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিচ্ছে জাপান কর্তৃপক্ষ।
সাইকেল চালানো বিষয়ক নতুন এই আইন ভঙ্গ করলে ছয় মাসের কারাদণ্ড অথবা ১ লাখ ইয়েন (৬৫৫ ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে। আইনটি জাপানে পথচারী ও সাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য গৃহীত সাম্প্রতিক পদক্ষেপগুলোর অংশ।
তবে শুধু মোবাইল ফোন ব্যবহারের ওপরেই আইনটি প্রযোজ্য নয়, বরং মদ্যপ অবস্থায় সাইকেল চালানোর ব্যাপারেও ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। আইনে বলা হয়েছে, মদ্যপ অবস্থায় সাইকেল চালালে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা ৫ লাখ ইয়েন (৩ হাজার ২৭৮ ডলার) জরিমানার বিধান রাখা হয়েছে।
এদিকে, নতুন এই আইন কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচটি আইন ভঙ্গের ঘটনা ঘটেছে। এছাড়া দুইজন ব্যক্তি মদ্যপ অবস্থায় সাইকেল চালাতে গিয়ে ধরা পড়েছেন।
জাপানে ২০২৪ সালের প্রথমার্ধে মোবাইল ব্যবহারের কারণে সাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও ১৭ জন গুরুতর আহত হয়েছেন। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে মোবাইল ব্যবহারের কারণে জাপানে সাইকেল দুর্ঘটনার সংখ্যা ছিল ৪৫৪টি। যা পূর্ববর্তী পাঁচ বছরের তুলনায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর আগের বছর সাইকেল চালকদের জন্য জাপানে হেলমেট বাধ্যতামূলক করা হয়। এছাড়া, চলতি বছরের মে মাসে জাপানের পার্লামেন্ট সাইকেল চালকদের জন্য ট্র্যাফিক আইন লঙ্ঘন করলে জরিমানা করার বিধান পাস করেছে।