যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিয়েছেন সাড়ে ৫ কোটি ভোটার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ১০:২৮ এএম

আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট চলছে। আগাম ভোটে এবার নতুন নজির গড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৫ কোটি ৩০ লাখের বেশি আমেরিকান আগাম ভোট দিয়েছেন।

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন ল্যাব জানিয়েছে, মোট আগাম ভোটারদের মধ্যে ২ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার ২৩৭ জন ভোটার ব্যক্তিগতভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। অন্যদিকে ২ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৬২৭ জন ভোটার মেইলের মাধ্যমে তাদের ভোট দিয়েছেন।

[102878]

আগাম ভোটে এবার নতুন নজির গড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে। এর আগে রোববার থেকে ৪০টি প্রদেশে ব্যালট সংগ্রহ করে আগাম ভোটপর্ব শুরু হয়েছে। প্রথম দিনই প্রায় ১ কোটি ৪০ লাখ আমেরিকান ভোটার তাদের ভোট প্রদান করেছেন।

[102873]

প্রসঙ্গত, আমেরিকার ৫০টি প্রদেশের প্রতিটিতেই নিজস্ব ভোটিং পদ্ধতি রয়েছে। পোস্টের মাধ্যমে ব্যালট সংগ্রহ ও পোলিং স্টেশনে সশরীরে গিয়ে আগাম নির্বাচনের দিন ভোটদানের ব্যবস্থা রয়েছে বিভিন্ন প্রদেশে। কোনো কোনো প্রদেশে একসঙ্গে সব কটি পদ্ধতিই প্রচলিত রয়েছে।

অতীতের নির্বাচনের মতো এবারও আগাম ভোটের ক্ষেত্রে রিপাবলিকান প্রার্থীই এগিয়ে আছেন। ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের তুলনায় ট্রাম্পের পাল্লা ভারী বলেই বিভিন্ন জনমত সমীক্ষার ইঙ্গিত।

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন-সংক্রান্ত পরিসংখ্যান রিপোর্ট বলছে, ২০২০ সালের নির্বাচনে প্রতি সাতজন ভোটারের একজন আগাম ভোট দিয়েছিলেন। এবার সেই হার আরও বেড়েছে।

[102876]

সূত্র : এবিসি নিউজ