বৈশাখ তুই থাক বাঙালির হৃদয়ে
হবে জয় নাই ভয় কাঙালির উদয়ে
তুই থাক নিষ্পাপ পান্তা ও লংকায়
বাউলের বাংলা ও ঢুলিদের ডংকায়
বৈশাখ তুই থাক কিশোরীর নূপুরে
মাঝি আর মাল্লার মনকাড়া দুপুরে
মাছরাঙ্গা পাখিদের চিরায়ত চিত্তে
কবিদের কবিতা ও ছন্দেরও বৃত্তে
বৈশাখ তুই থাক প্রেমিকার ছায়াতে
বীরমাতাদের সেই বীরোচিত মায়াতে
আমি তোর রাঙা ভোর এই হোক পরিচয়
আয় তোকে নিয়ে এই বাংলাকে করিজয়
বৈশাখ তুই থাক আমাদের বঙ্গে
প্রয়োজনে তোকে নিয়ে ফের যাব জঙ্গে।।