কেউ কি ছুঁয়ে দেখেছে?

রাজীব কুমার দাশ প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২, ০২:১৬ পিএম

উৎসর্গ : কবি হেলাল হাফিজ

অনুভূতিহীন আপেক্ষিক সংসারে
মানব হৃদয়গুলো এক একটি
জগদ্দল পাথর।
—কবি,
নিঃসঙ্গ মৌনতা কারাগারে বন্দি
—কবি, তাঁর দেয়া কথা রেখেছে। 
কবিতার ছন্দ মাত্রা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ
অনুভূতি অনুপ্রাস ঠিকই আছে।
রেলগাড়ি হৃদয়ে কবি হৃদয়টা টানার
কোথাও কেউ নেই!
কবি হৃদয়ের জগদ্দল পাথরে 
লক্ষ গোলাপ রেখে—
পালানো প্রেমিক প্রেমিকা আবার
ছুটে এসে বলবে :
‘হে প্রেমের কবি! সাম্যের কবি বিপ্লবী
সরি! আমরা কথা রাখতে পারিনি।’
শাহবাগ মোড়ের  ফুল বিক্রেতা কাঁদো
কাঁদো কাঁচুমাচু স্বরে সুরে বলবে—
‘কবি হেলাল হাফিজ এইমাত্র…!
গোলাপের দাম বাড়িয়ে দাও।’
মিডিয়া লাইভে অপাঙক্তেয় কবি
দল হেসে হেসে বলবে :
‘কবি, আমার কবিতার ভক্ত ছিলেন।
একবুক অভিমান নিয়ে আমায় না জানিয়ে
এইভাবে কবি চলে যাবে, মেনে নিতে পারছি না।’
আমার কবিতার অপূরণীয় ক্ষতির দায় রাষ্ট্রকে নিতে হবে; 
আমি উচ্চ আদালতে রিট করবো।’
ঝাঁকে ঝাঁকে সুবিধাবাদী নীতিকথা
অপান বায়ু সুরক্ষা সুশীলের দল :
ম্যাচিং ম্যাচিং কালো গোলাপ রঙের 
গেঞ্জি পরে ফাটাফাটি গোলাপি চন্দ্র মাতাল কথামালা 
থেমে থেমে প্রচার করবে।
কবি না হয় :
একটা জগদ্দল হৃদয় টানতে গিয়ে ভালোবাসার
মুখে হোঁচট খেয়ে বুকের বাম পাঁজর ভেঙেছে! 
অবিরত চুইয়ে পড়া রক্ত ভেজা হৃদয়টা 
কেউ কি ছুঁয়ে দেখেছে?