শাখায় নয়, খোঁপায় ফুটবে ফুল

সায়্যিদ লুমরান প্রকাশিত: জুন ২, ২০২২, ০৩:৪৯ পিএম

সুগন্ধী বাতাসে উড়ছে পাখিদের এলোমেলো চুল
মায়াবতী তরুর শাখায় ফুটে আছে পিকাসোর হাতে
আঁকা ফুল—
দ্যাখো হে সুদূরতমা, এই তো বসন্ত!

এলো,

এই দোলপূর্ণিমায় মাটির ডানায় ভর করে;  এলো
প্রকৃতির দেহ ও দুয়ারে :
দুঃখ করো না, হৃদয়েও বসন্ত আসবে একদিন
তখন শাখায় নয়, তোমার খোঁপায় ফুটবে ফুল।