রাতজাগা পাখির মতো
ডানা ঝাপটায় বুকের খাঁচায়,
নীল কষ্টেরা।
প্রতি নিঃশ্বাসে কুপির কালো ধোঁয়ার মতো,
বেরিয়ে আসে, পরাজিত ক্ষোভ।
হিমোগ্লোবিনে দৌড়াতে থাকে
রক্তিম বঞ্চনা।
শুকনো মরুতে তখন,
অশ্বত্থের ছায়া খুঁজে বেড়ায়,
ক্লান্ত দুচোখ।
রাতের গভীরে আত্মকথা, আর—
স্মৃতির মিছিলে ভারি হয় দুর্বল স্নায়ুকোষ।
সত্য-মিথ্যের দাঁড়িপাল্লায়
নির্বাক নিথর পড়ে থাকে হৃদপিণ্ড;
মুচকি হেসে দেহ কয়, সব তারই দোষ।
কায়ার বিচারে বসে ছায়ার সমাজ
নান্দনিক কোলাহলে নির্বাসিতের বাস।
কালের যাঁতায় নিষ্পেষিত পঙ্গু আবেগ
ভেঙে পড়ে, উঠে দাঁড়ায় পুনঃ,
খুঁড়িয়ে চলে, ফিরে পেতে চায়;
হারিয়ে যাওয়া সেই দুর্দম্য বেগ।
শিরায় শিরায় ওঠা সুনামি বাসনার
আছড়ে পড়ে অতৃপ্ত পাষাণে।
বিধি হেসে বলে যায়, ফরিয়াদি নিরুপায়;
প্রেম নির্বাণ পায় দোঁহের মিলনে।