দেশে করোনায় বেশি আক্রান্ত হচ্ছে নবজাতকরা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:৪৪ এএম

দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। এই দফায় নবজাতকদের মধ্যে করোনা সংক্রমণের হার বেশি বলে জানিয়েছে ঢাকা শিশু হাসপাতাল।

শুক্রবার (৯ জুলাই) ঢাকা শিশু হাসপাতাল এক গবেষণায় জানায়, দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭১৪ নবজাতক ভর্তি রয়েছে। এদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৩২ শিশু। যাদের ২১ জন ছেলে শিশু ও ১১ জন মেয়ে শিশু রয়েছে।

নবজাতক আক্রান্তের এই সংখ্যা বেশিরভাগই রাজধানীর বাইরেরে জেলাগুলোতে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ নবজাতকের। নতুন শনাক্ত হয়েছে ২ শিশু। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৪ শিশু।

২০২০ সালের বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৭১৪ শিশু। ওইসব শিশুর নমুনা নিয়ে গবেষণা করে ঢাকা শিশু হাসপাতাল। গবেষণার ফলাফলে ৩২ নবজাতকের করোনা ধরা পড়ে। হাসপাতালের গবেষণা অনুষ্ঠিত হয়। যেখানে শনাক্তের হার মিলেছে ২ শতাংশ।

হাসপাতালের গবেষকরা বলছেন, জন্মের পর আত্মীয়-স্বজনসহ অনেকের সংস্পর্শে আসছেন নবজাতক শিশুরা। স্বজনদের মাধ্যমে করোনায় আক্রান্ত হচ্ছে শিশুরা। সচেতনতার পাশাপাশি আরও শিশুদের প্রতি আরও যত্নশীল হতে হবে।