দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। এই দফায় নবজাতকদের মধ্যে করোনা সংক্রমণের হার বেশি বলে জানিয়েছে ঢাকা শিশু হাসপাতাল।
শুক্রবার (৯ জুলাই) ঢাকা শিশু হাসপাতাল এক গবেষণায় জানায়, দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭১৪ নবজাতক ভর্তি রয়েছে। এদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৩২ শিশু। যাদের ২১ জন ছেলে শিশু ও ১১ জন মেয়ে শিশু রয়েছে।
নবজাতক আক্রান্তের এই সংখ্যা বেশিরভাগই রাজধানীর বাইরেরে জেলাগুলোতে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ নবজাতকের। নতুন শনাক্ত হয়েছে ২ শিশু। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৪ শিশু।
২০২০ সালের বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৭১৪ শিশু। ওইসব শিশুর নমুনা নিয়ে গবেষণা করে ঢাকা শিশু হাসপাতাল। গবেষণার ফলাফলে ৩২ নবজাতকের করোনা ধরা পড়ে। হাসপাতালের গবেষণা অনুষ্ঠিত হয়। যেখানে শনাক্তের হার মিলেছে ২ শতাংশ।
হাসপাতালের গবেষকরা বলছেন, জন্মের পর আত্মীয়-স্বজনসহ অনেকের সংস্পর্শে আসছেন নবজাতক শিশুরা। স্বজনদের মাধ্যমে করোনায় আক্রান্ত হচ্ছে শিশুরা। সচেতনতার পাশাপাশি আরও শিশুদের প্রতি আরও যত্নশীল হতে হবে।