ঘরে ঘরে এখন ভাইরাস জ্বরের প্রকোপ বেড়েছে। ডেঙ্গুর শঙ্কাও কম নয়। বড়-ছোট সবারই জ্বর এলে এখন তাপমাত্রা উচ্চ লেভেলে চলে যাচ্ছে। ১০২ ডিগ্রি থেকে ১০৪, ১০৫ ডিগ্রি জ্বরও হচ্ছে অনেকের। এই অবস্থায় আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ।
বিশেষজ্ঞরা জানান, জ্বর কমাতে সাধারণ ওষুধই যথেষ্ট। কিন্তু জ্বরে অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাপোজিটোরি ব্যবহার করতে হবে। যা দ্রুত জ্বর কমাতে সাহায্য করে।
সাধারণত আমরা জ্বর বা ব্যথা দ্রুত কমাতে সাপোজিটোরি ব্যবহার করি। আবার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতেও এটি ব্যবহার করা হয়। সাধারণ ওষুধের তুলনায় এটি দ্রুত কাজ করে। বিধায় ডাক্তাররা সাপোজিটোরি ব্যবহারের পরামর্শ দেন। তাছাড়া এটি ওষুধের তুলনায় নিরাপদ বলেও জানান বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা জানান, সাপোজিটোরি ব্যবহার করা হয় পায়ুপথে। সেখানে রক্তনালি বেশি থাকে। তাই এটি দ্রুত রক্তে মিশে যায়। যা দ্রুত জ্বর কমিয়ে দেয়। কোষ্ঠ্যকাঠিন্যের সমাধানও দ্রুত পাওয়া যায়।
সাপোজিটোরি ব্যবহার করা আগে এর সঠিক প্রয়োগ সম্পর্কেও জানতে বলে হবে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সাপোজিটোরি জ্বর কমায়। কিন্তু এটি ব্যবহারের আগে কিছু বিষয়ে সাবধান হতে হবে। জ্বর হলেই সাপোজিটোরি ব্যবহার করা যাবে না। এরজন্য় নির্দিষ্ট তাপমাত্রা অতিক্রম করতে হবে। শরীরে অতিরিক্ত তাপমাত্রা থাকলেই সাপোজিটোরি ব্যবহার করবেন।
বিশেষজ্ঞদের মতানুসারে কখন, কীভাবে সাপোজিটোরি ব্যবহার করা যাবে, চলুন জেনে নেই।