ওমিক্রন ঠেকাতে কার্যকর মডার্নার বুস্টার ডোজ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০৮:১৬ পিএম

করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে মডার্না টিকার অতিরিক্ত ডোজ কার্যকর প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সোমবার (২০ ডিসেম্বর) ব্রিটিশ টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না এক বিবৃতিতে এই তথ্য জানায়।

মডার্নার বিবৃতিতে উল্লেখ করা হয়, পরীক্ষায় দেখা গেছে তাদের টিকার বুস্টার ডোজ ওমিক্রন সংক্রমণ রুখতে সক্ষম। বর্তমানে ব্যবহৃত মডার্নার mRNA-1273 টিকা ওমিক্রন প্রতিরোধে কার্যকর হলেও বিশেষ সুরক্ষার জন্য একটি নতুন টিকা তৈরি করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

রয়টার্স জানায় আগামী বছরের শুরুর দিকেই ওমিক্রন প্রতিরোধী টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে বলে আশা করছে মডার্না। মডার্নার চিফ মেডিকেল অফিসার ড. পল বার্টন এক সাক্ষাৎকারে বলেন, “মডার্নার টিকা অত্যন্ত কার্যকর ও নিরাপদ। আমি মনে করি এটি আগামীতে অনেক মানুষের জীবন রক্ষা করবে।”

আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা মহাদেশের ৯০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন রূপ। তাই অনেক দেশই টিকার বুস্টার ডোজ দিতে শুরু করেছে।