রায়হান রাফীর নতুন সিনেমা ‘দামাল’ মুক্তি পেতে যাচ্ছে ২৮ অক্টোবর। পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির একটি ট্রেলার প্রকাশ করে বিদ্যা সিনহা মিম লিখেন “অনন্যা, রোমান এর পরাণে বিয়ে হয় নাই তো কি ! এবার হবে... ২৮ অক্টোবর আপনাদের সবার দাওয়াত রইলো সিনেমা হলে।”
১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘দামাল’–এর কাহিনি। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করেছে তারা। ইতিহাসের এ অংশ উঠে আসবে ছবিতে।
ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে ছবিটির চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও নাজিম উদ দৌলা। অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, সৈয়দ নাজমুস সাকিব প্রমুখ।
‘দামাল’ রাফীর চতুর্থ ছবি। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া এ নির্মাতার ‘পরাণ’ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে পুরো বিশ্বে।