লাল শাড়িতে অপুর বিপরীতে সাইমন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২, ১২:৫৪ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবারই প্রথম তার প্রযোজনায় কাজ করছেন অপু। সিনেমাটির নাম ‘লাল শাড়ি’। সিনেমাটিতে প্রথমবার অপুর বিপরীতে পর্দায় অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চলচ্চিত্র পরিচালক বন্ধন বিশ্বাস। তিনি বলেন, “আশা করছি, ১ নভেম্বর থেকে টাঙ্গাইল অথবা মানিকগঞ্জে ছবির শুটিংয়ের কাজ শুরু হবে।”

এ প্রসঙ্গে সাইমন বলেন, “ছবির গল্প পড়ে মুগ্ধ হয়েছি। একটা ভিন্ন বিষয়ে গল্প লেখা। সুতরাং একটা ভালো গল্পে ভালো কাজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ছবিটি নিয়ে তেমনই প্রত্যাশা রয়েছে।”

অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। মফস্বলের একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে লাল শাড়ির গল্প। লাল শাড়িতে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে সাইমন সাদিককে।

লাল শাড়ির কাহিনি ও সংলাপ লিখেছেন তানভির সিডনি। ছবিটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।