এ বছরের রোজার ঈদের পর থেকে একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ আগস্ট (শুক্রবার) মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘আশীর্বাদ’।
সিনেমাটির মুক্তি উপলক্ষে ১১ আগস্ট (বৃহস্পতিবার) রাজধানীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেই সংবাদ সম্মেলনে একের পর এক অভিযোগের ডালা খুলতে থাকেন সিনেমাটির প্রযোজক জেনিফার ফেরদৌস। কিন্তু এবার প্রযোজকের বিরুদ্ধে অভিযোগের ডালা সাজিয়েছেন জিয়াউল রোশান ও মাহিয়া মাহী।
রোশান অভিযোগ জানিয়ে বলেন, ‘‘এটা ৬০ লাখ টাকার অনুদানের ছবি। আমি জানি না আসলে সম্পূর্ণ টাকা দিয়ে সিনেমা বানানো হয়েছে কি না। না হলে এতো কোয়ালিটি কম্প্রোমাইজ করে কেন সিনেমা বানানো হলো। শুটিং ইউনিটে কখনো খাবারের সমস্যা হবার কথা না। অথচ উনি খাবারের সমস্যা করলেন। খাবার পানি পর্যন্ত নিজের ঘরে তালাবন্ধ করে রাখতেন। আমাদের খাবারের ও পানির সমস্যায় পড়তে হয়েছে অনেকবার। টাকা বাচাতে উনি নিজেই বাজার করতে যেতেন।’’
নায়ক আরও বলেন, ‘‘সিনেমা মার্কেটিং-এর একটা পলিসি থাকে, সম্মিলিতভাবে আলোচনা করতে হয়। ফেসবুক বা হোয়াটসাপে গ্রুপ খুলতে পারতেন তারা। আমি জানি না কিছুই, আমাকে সাইকো সিনেমার প্রচারে গিয়ে সিনেমা হল মালিকের কাছে শুনতে হলো এই সিনেমা নাকি মুক্তি পাচ্ছে ১৯ আগস্ট। এমন বিশৃঙ্খলভাবে একটা সিনেমার প্রচার হয় কিভাবে? এছাড়াও ‘প্রযোজক জেনিফার শুটিংয়ে হস্তক্ষেপ করতেন। প্রতিটি সিন শেষ হতেই উনি এসে সেলফি তুলে ফেসবুকে আপলোড দেন। এভাবে সিন বাই সিন যদি ফেসবুকে দেওয়া হয় তাহলে কিভাবে শুটিং করবো? এসব বিরক্তির মাঝেও উনার আবদার আমরা যে ছবি ফেসবুকে আপলোড দিব তাতে যেন প্রযোজক জেনিফারকেও থাকতে হবে; লিখে দিতে হবে প্রযোজকের নাম। এসব অব্যবস্থাপনা নিয়ে খুবই বিরক্ত ছিলাম। তারপরেও ভেবেছিলাম প্রচারে অংশ নিব। কিন্তু সংবাদ সম্মেলন করে প্রচুর মিথ্যা কথা বললেন। এসব খারাপ লাগছে।’’
এদিকে মাহী অভিযোগ জানিয়ে বলেন, ‘‘সিনেমাটি ঘিরে তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু প্রযোজকের অপেশাদার আচরণের কারণে সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আক্ষেপ করে মাহি বললেন, ‘একটি সিনেমা আমার সন্তানের মতো, অথচ আমার চোখের সামনে সেই সন্তানটি মারা যাচ্ছে; বিষয়টি আমাদেরও তো খারাপ লাগে।’’
জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় প্রথমবারের মত এই সিনেমায় জুটি বেঁধেছেন জিয়াউল রোশান ও মাহিয়া মাহী।
রোশান ও মাহী ছাড়াও ‘আশীর্বাদ’ সিনেমায় অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা এটি। এর কাহিনি ও চিত্রনাট্যও প্রযোজক জেনিফারে। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।