শোবিজে প্রথম শুরুটা মডেলিং দিয়ে নাজিফা তুষির। পরে রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এ সিনেমায় শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেন তুষি অভিনয়। এরপর দীর্ঘ সময় পর মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমায় কাজ করলেন। সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে। তবে ছবির প্রচারণায় গিয়ে সমালোচনায় জড়ালেন নায়িকা তুষি।
সোমবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় ‘হাওয়া’ সিনেমার টিম সিনেমার প্রচারণার স্বার্থে শ্যামলী প্রেক্ষাগৃহে যায়। এ সময় সিনেমার অভিনয়শিল্পী নাজিফা তুষি সেখানে থাকা ‘পরান’ এবং ‘দিন: দ্যা ডে’ সিনেমার পোস্টার সরিয়ে দেয়ার নির্দেশ দেন প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে। তুষি সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে বলেন, “এখানে ‘পরান’, ‘দিন: দ্যা ডে’ সিনেমার পোস্টার কেন? এগুলো সরান এখান থেকে।”
আরও পড়ুন: ২৪টি প্রেক্ষাগৃহে বইবে ‘হাওয়া’
ঠিক সে সময়ের ভিডিও এক ব্যক্তির ধারণ করেছিল। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চলচ্চিত্র বিষয়ক গ্রুপে ছড়িয়ে পড়ে খুব দ্রুত। এতে তুষির মৌখিক অবয়বে অহংকারের ছাপ দেখতে পেয়েছেন নেটিজেনরা। ফলে সমালোচনার মুখে পড়েন তিনি।
আরও পড়ুন: বাংলা সিনেমার হাওয়া বদল
বিষয়টি প্রসঙ্গে শ্যামলী প্রেক্ষাগৃহের ম্যানেজার বলেন, “যখন এই কথা বলে আমি সেখানে ছিলাম না। পরে আমার একজন কর্মকর্তা জানান যে, ‘হাওয়া’ সিনেমার অভিনয়শিল্পী ‘পরান’ আর ‘দিন: দ্যা ডে’ সিনেমার পোস্টার সরিয়ে দেয়ার কথা বলেছেন।”
আরও পড়ুন: হাওয়া: পরাবাস্তবের পারদ নিল কত দূরে
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হওয়া’ সিনেমাটি গত শুক্রবার (২৯ জুলাই) সিনেমা হলে মুক্তি পায়। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ। ছবিটি দর্শকরা পছন্দ করছেন ।